ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সামনে এলেন ‘হুব্বা’রূপী মোশাররফ করিম 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ব্রাত্য বসুর সাথে মোশাররফ করিমের জুড়িটা জমে ভালো। ব্রাত্যর পরিচালনায় প্রথম ছবি ‘ডিকশনারি’তেও করেছিলেন বাজিমাত।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল তার পরের ছবিতেও থাকছেন বাংলাদেশের দাপুটে অভিনেতা মোশাররফ করিম। এবার তার ভক্তদের অপেক্ষার প্রহর কিছুটা হলেও কটালো। ব্রাত্য বসুর ‘হুব্বা’ ছবিতে মোশাররফ করিমকে কেমন রূপে দেখা যাবে তা সামনে এনেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ প্লাস।

নব্বইয়ের দশকের হুগলির কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলকে নিয়ে এই ছবিতে মোশাররফ করিমকে দেখা যাবে হুব্বার চরিত্রে। বর্তমানে ছবিটিতে অভিনয়ের জন্য ভারতে রয়েছেন ‘মহানগর’ অভিনেতা। এ মাসের প্রথম সপ্তাহে গিয়েছিলেন সেখানে, ঢাকায় ফিরবেন সামনের সপ্তাহে।

মোশাররফের লুক প্রকাশ করে সংবাদমাধ্যমে ব্রাত্য বসু বলেন, “ওর লুক সেটের সময়ে খেয়াল রেখেছিলাম, যাতে একই সঙ্গে ছিঁচকে ভাব ও আন্ডারওয়ার্ল্ডের প্রতিপত্তিশালী ডনের ছাপ দুটোই যেন ফুটে ওঠে। তাই লুকটা এমনভাবে সেট করা হয়েছে, যেটা খুব মজার আবার কিছু ক্ষেত্রে নৃশংসও লাগবে। এটা তো বাঙালি ডনের চরিত্র, সেই ব্যাপারটাও মাথায় ছিল।”

ছবিতে পুলিশ অফিসার দিবাকর মিত্রের চরিত্রে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। গুরুত্বপূর্ণ অন্য চরিত্রগুলোতে রয়েছেন পৌলমী বসু, লোকনাথ দে। 
পরিচালক জানিয়েছেন, এরই মধ্যে আট দিন ছবির শুটিং হয়েছে। কলকাতার আশপাশে, রাজারহাট ও দমদম অঞ্চলে শুটিং হবে বাকি অংশের। পরের শুটিং শুরু হবে পূজার পর।

অক্টোবরের মধ্যেই সিনেমার শুটিং শেষ করে পরের বছর এপ্রিল-মে মাসে মুক্তির ইচ্ছা পরিচালকের।

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি